Apan Desh | আপন দেশ

বিখ্যাত গসপেল শিল্পী কেজি কেনির ইসলাম গ্রহণ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ১৬ জুলাই ২০২৫

বিখ্যাত গসপেল শিল্পী কেজি কেনির ইসলাম গ্রহণ

সংগৃহীত ছবি

কেনিয়ার গসপেল সংগীত জগতের পরিচিত মুখ কেজি কেনিয়া ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ খবর প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়াতে তার ইসলাম গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শনিবার (১২ জুলাই) স্যোশাল মিডিয়ায় দেয়া পোস্টটিতে শাহাদাত বা ইসলাম গ্রহণের কথা উল্লেখ করে কিছু ছবি পোস্ট করেন। যেখানে কেজি কেনিয়াকে গোলাপি হিজাব পরা অবস্থায় ও হাতে সুন্দর মেহেদির ডিজাইনসহ দেখা যায়।

ছবিগুলোর একটিতে একটি ক্রিম রঙের হেডকাভার পরা ছোট মেয়েকে তার পাশে হাসিমুখে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, আলহামদুলিল্লাহ। আমরা শাহাদাহ নিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি অধ্যায়ের সূচনা!
 
শাহাদাহ হচ্ছে ইসলামের মূল আকিদার ঘোষণা ‘এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে তার রসুল হিসেবে গ্রহণ। যেটাকে মুসলিমরা কালিমা বলে। কেজি কেনিয়ার এ ইসলাম গ্রহণকে কেন্দ্র করে কেনিয়ার বিনোদন অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে, কারণ তিনি এতদিন একজন খ্রিষ্টান শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন।
  
তিনি প্রথমে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট ডি.জে. হিসেবে পরিচিতি লাভ করেন, এরপর তিনি গসপেল সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি নাইরোবির প্রভাবশালী Msanii Music Group এর সঙ্গে কাজ করেছেন আর Daddy Owen ও Mercy Masika-র মতো জনপ্রিয় গসপেল শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন।
 
সোশ্যাল মিডিয়াতে তার ইসলাম গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার ভবিষ্যৎ সংগীতপথ নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই তার আত্মিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন। বিশ্লেষকরা বলছেন, যেহেতু তার ভক্তদের বড় অংশ গসপেল সংগীতশ্রোতা, তাই এ সিদ্ধান্ত তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে।
 
যদিও তিনি তার ইসলাম গ্রহণের পেছনের কারণ স্পষ্ট করেননি, তবে ধর্মীয় গবেষকরা বলছেন, কেনিয়ার মতো বহুধর্মীয় সমাজে এমন ধর্মান্তর মাঝে মাঝে হয় ও সবসময়ই তার বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয় না।
 
নাইরোবি ইসলামিক সেন্টার এর মুখপাত্র আব্দুল মালিক বলেন, যখন কোনো আত্মা সত্যকে খুঁজে পায়, তখন সে সত্যের পথকেই বেছে নেয়। তার এ প্রকাশ্য ঘোষণা হয়তো অন্যদেরও অনুপ্রাণিত করবে।
 
বিনোদন সাংবাদিকদের বরাতে জানা গেছে, কেজি কেনিয়া তার সব গসপেল ফেস্টিভালের পারফরম্যান্স বাতিল করেছেন, তবে তিনি নতুন গান প্রকাশের পরিকল্পনা করছেন। Msanii Music Group-এর সহশিল্পীরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়