Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অর্ধশতাধিক ব্রিটিশ এমপির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১৩ জুলাই ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অর্ধশতাধিক ব্রিটিশ এমপির চিঠি

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ছবি: রয়টার্স

ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের লেবার পাটিংর অর্ধশতাধিক এমপি সেদেশের সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তারা গাজায় ইসরাইলি আগ্রাসনকে ‘জাতিগত নির্মূল’ বলে বর্ণনা করে তা বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন।

শনিবার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ জুলাই) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহবান জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে। লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামে একটি সংগঠনের উদ্যোগে এ চিঠি পাঠানো হয়।

এতে স্বাক্ষর করেছেন ৫৯ জন লেবার এমপি। তারা দলটির মধ্যপন্থি ও বামঘরানার উভয় অংশের প্রতিনিধি।

আরওপড়ুন<<>>মিয়ানমারে ভারতীয় ড্রোন হামলায় উলফার ১৩ নেতা নিহত

চিঠিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী রাফাহ শহরের ধ্বংসস্তূপে একটি অস্থায়ী ক্যাম্প বা তথাকথিত ‘মানবিক শহর’ গড়ে তুলতে চান। যেখানে সব গাজাবাসীকে স্থানান্তর করা হবে। এমপিরা এটিকে জোরপূর্বক জনগণ সরিয়ে নেয়া ও ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনা বলে অভিহিত করেছেন।

এতে লেখা হয়েছে, গাজার সব বাসিন্দকে নিয়ে গিয়ে বন্দি করে রাখার যে পরিকল্পনার কথা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, তা এক ধরনের জাতিগত নির্মূল প্রক্রিয়া। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

চিঠিতে এমপিরা আরও দাবি করেছেন, ফিলিস্তিন শরণার্থীদের সহায়তায় জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর অর্থায়ন পুনরায় চালু করা হোক। ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়া হোক, বন্দি করে রাখা নাগরিকদের মুক্তির বিষয়েও জোর দেয়া হোক।

তারা বলেছেন, আমরা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি না দিই, তাহলে নিজেরাই আমাদের দ্বি-রাষ্ট্র সমাধান নীতিকে দুর্বল করে ফেলি। এর ফলে এ বার্তা যায় যে বর্তমান দখলদারিত্ব ও স্থিতাবস্থা অব্যাহত রাখা যাবে, যা ফিলিস্তিনি ভূখণ্ড ধীরে ধীরে দখল ও অন্তর্ভুক্তির পথ তৈরি করে দেয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়