Apan Desh | আপন দেশ

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ১৬ জুলাই ২০২৫

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংঙ্কিং ফর ইনোভেশন (উরি) এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। গত বছর এ প্রতিষ্ঠানটির অবস্থান ছিলো ২৭৬তম। এ বছর ১৯ ধাপ এগিয়ে ২৫৭তম স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উরি র‌্যাঙ্কিংয়ে স্থান অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন।

উরি র‌্যাঙ্কিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড; যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে। সামগ্রিকভাবে গ্লোবাল উরি র‌্যাঙ্কিং ছাড়াও উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ তিনটি বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে নবম স্থান এবং এসডিজিভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে দশম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে।

এ বিষয়ে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, এ স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়। উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দশন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা