
ছবি: আপন দেশ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী ও জুলাই শহীদ দিবস-২০২৫ পালিত হয়েছে
দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী।
এ সময় শহীদ আবু সাঈদের বাবা, ভাই, জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও আহত শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অন্যান্য শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ক্যাম্পাসে শোক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি পার্কের মোড় শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে শহীদ আবু সাঈদ তোরণ, জাদুঘর ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং পার্কের মোড়ে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন ও আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অতিথিরা।
এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর জুলাই শহীদ দিবস উপলক্ষে স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মো. মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাঈদের হত্যায় জড়িতদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দাবি জানান।
আইন উপদেষ্টা তার বক্তব্যে বলেন, শহীদ আবু সাঈদ জুলাই আন্দোলনের বীর শ্রেষ্ঠ। তার আদর্শ সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আবু সাঈদের অমর আত্মত্যাগ নিরীহ মানুষদের প্রতিবাদী হওয়ার শিক্ষা দেয়। আবু সাঈদ হত্যার বিচার কাজ পূর্ণগতিতে চলছে এবং বর্তমান সরকারের আমলে বিচার কাজ শেষ হবে।
সভায় জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক দেয়া হয়। এ সময় শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত জুলাই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।