
ফাইল ছবি
সৌদি আরবে সাংস্কৃতিক কার্যক্রমে নতুন গতি আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল। সম্প্রতি এক বৈঠকে তারা সিনেমা, গান, থিয়েটার ও সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার নির্দেশনা দিয়েছে। এ উদ্যোগের লক্ষ্য হলো—দেশটির সংস্কৃতি খাতকে আধুনিক করা ও জনগণের অংশগ্রহণ বাড়ানো।
সোমবার (১৪ জুলাই) শুরা কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের খবর নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট।
শুরা কাউন্সিলের সদস্যরা জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রণালয়কে এসব কার্যক্রম বিস্তারের পাশাপাশি সংস্কৃতি সংশ্লিষ্ট কমিশনগুলোকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এজন্য তারা আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার আহবান জানিয়েছেন।
শুধু তাই নয়, জাদুঘর কমিশনগুলোর দিকেও আলাদা করে নজর দিতে বলেছে শুরা। তারা জাতীয় জাদুঘরগুলোতে নতুন আবিষ্কৃত নিদর্শনগুলো যুক্ত করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে প্রদর্শনীতে নতুনত্ব আনতে আহবান জানানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।