Apan Desh | আপন দেশ

মেহেদীর ঘূর্ণিতেই দিশেহারা শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১৬ জুলাই ২০২৫

মেহেদীর ঘূর্ণিতেই দিশেহারা শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে জয় জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল। ব্যাটিংয়ে নেমে টাইগার স্পিনার শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে
দিশেহারা লঙ্কান ব্যাটাররা।

পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই হাল ধরেছিলেন পাথুম নিশাঙ্কা। তবে তাকেও ত্রাণকর্তা হতে দেননি শেখ মেহেদী হাসান। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে ৬৬ রানের মধ্যে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। যার ৪টিই তুলে নিলেন শেখ মেহেদী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন দুই নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা।

আরওপড়ুন<<>>আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-শরিফুলের উন্নতি

এদিকে, বাংলাদেশ দল আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের জায়গায় এসেছেনস শেখ মেহেদী। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকেছেন তানজিম হাসান।

পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা, জেতে ৮৩ রানের বিশাল ব্যবধানে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী,  রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়