Apan Desh | আপন দেশ

বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:২১, ১১ জুলাই ২০২৫

বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা নিহত

রাধিকা যাদব।

ভারতের গুরগাঁওয়ে রাজ্য পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (২৫) তার বাবার গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুরগাঁওয়ের সুশান্ত লোক-টু এলাকায় তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীপক যাদবকে (৫৪) আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত তার লাইসেন্সধারী রিভলভারটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাধিকা একটি টেনিস অ্যাকাডেমি পরিচালনা করতেন। এ কাজে তার বাবার আপত্তি ছিল। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দীপক যাদব তার মেয়েকে তিনটি গুলি করেন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, তিনি একাধিকবার মেয়েকে অ্যাকাডেমি চালানো বন্ধ করতে বলেন। রাধিকার কাকা ও অভিযুক্তের ভাই এ ঘটনায় একটি মামলা করেছে।

পুলিশ জানায়, ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব), সেক্টর-৫৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল), ক্রাইম সিন এবং ফিঙ্গারপ্রিন্ট ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারা মামলাটি সবদিক থেকে খতিয়ে দেখছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে, রাধিকাকে নিয়ে স্থানীয়রা নানা কটুকথা শোনাতো। মেয়ের টাকায় সংসার চালায় বলে দীপক যাদবকে সবাই কটুকথা শোনাতো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার লাইসেন্সধারী রিভলভার দিয়ে পাঁচটি গুলি ছোড়েন। যার মধ্যে তিনটি রাধিকার গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়