Apan Desh | আপন দেশ

বরখাস্তের পর রাশিয়ার পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:৩৭, ৭ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৩, ৭ জুলাই ২০২৫

বরখাস্তের পর রাশিয়ার পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’

রোমান স্টারোভয়েট। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েতকে বরখাস্ত করেন। বরখাস্ত করার কয়েক ঘণ্টা পর আত্মহত্যা করেছেন তিনি।

সোমবার (০৭ জুলাই) রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভি জানায়, বরখাস্তের ঘোষণার পর মস্কোর একটি শহরতলিতে রোমান স্টারোভয়েত নিজেকে গুলি করে হত্যা করেন। নিজ গাড়িতেই রোমানের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।
 
রাশিয়ার আইনি তথ্য পোর্টালে প্রকাশিত পুতিনের ডিক্রিতে প্রায় এক বছর চাকরির পর রোমান স্টারোভয়েতকে বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। 

ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের মে মাসে তাকে পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়। ক্রেমলিন জানিয়েছে, নভগোরোদ অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স, এনডিটিভি

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়