Apan Desh | আপন দেশ

নেশা জাতীয় পানীয় খাইয়ে মেডিকেল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৪ মে ২০২৫

আপডেট: ২০:২১, ২৪ মে ২০২৫

নেশা জাতীয় পানীয় খাইয়ে মেডিকেল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় এক মেডিকেল ছাত্রীকে স্পাইকযুক্ত পানীয় খাইয়ে তার দুই সহপাঠী এবং তাদের এক বন্ধুর বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ মে) পুনে পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। একজন কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের আগামী ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আরওপড়ুন<<>>পর্যটন ভিসা আবেদন বাতিল করবে যুক্তরাষ্ট্র

এনডিটিভি বলছে, গত ১৮ মে রাত ১০টার দিকে একটি থিয়েটারে সিনেমা দেখার পরিকল্পনা করার সময় ২২ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রীকে টার্গেট করা হয়। সিনেমা দেখতে যাওয়ার পথে অভিযুক্তরা ওই ছাত্রীকে কিছুক্ষণ থামিয়ে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্তরা তাকে স্পাইকযুক্ত পানীয় পান করতে দেয়। এরপর ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন। ভুক্তভোগী ছাত্রী এ তথ্য পুলিশকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, ২০ থেকে ২২ বছর বয়সী ওই তিনজন মিলে ভিকটিমরে ওপর ওপর নির্যাতন চালায়। এমনকি, এ বিষয়ে কথা বললে ভয়াবহ পরিণতির হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।

কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ওই ভুক্তভোগী পরে তার বাবা-মাকে ঘটনাটি জানায়, এরপর তারা বিশ্বরামবাগ থানায় দ্বারস্থ হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগকারীর বক্তব্য বিশ্লেষণ করছে এবং আরও তদন্ত চলছে বলে জানান ওই কর্মকর্তা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা