
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে অবস্থিত ইহুদি জাদুঘরের বাইরে একটি অনুষ্ঠানে তাদের গুলি করে হত্যা করা হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। বিবিসি নিউজের সহযোগী সিবিএস জানিয়েছে, ওই দুজন ইহুদি জাদুঘর থেকে বের হওয়ার পরই গুলিবিদ্ধ হন। তাদেরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে তাদের গুলি করা হয়। ওই স্থানটি একটি পর্যটক কেন্দ্র। যেখানে জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে। এছাড়া এবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুলির ঘটনার সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা জাদুঘরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের ‘অর্থহীনভাবে (সেন্সলেসলি) হত্যা করা হয়েছে। আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য শেয়ার করার জন্য কাজ করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এ বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।
আরও পড়ুন>>>গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত
জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজন করা আমেরিকান ইহুদি কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলের বাইরে একটি অকথ্য সহিংসতা ঘটেছে বলে তারা বিধ্বস্ত।
সংস্থাটি আরও জানিয়েছে, এ মুহূর্তে, ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমাদের মনোযোগ ও মন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন।
ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহবানন জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।