Apan Desh | আপন দেশ

থামছে না ডেঙ্গুর প্রকোপ: একদিনে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ২৬ জুলাই ২০২৫

থামছে না ডেঙ্গুর প্রকোপ: একদিনে আরও ৩ জনের মৃত্যু

ফাইল ছবি।

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আরওপড়ুন<<>>শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

এছাড়া একই সময়ের মধ্যে ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৩ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বরিশাল বিভাগে ১৫ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

আপন দেশ/এমএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়