Apan Desh | আপন দেশ

ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ২৭ জুন ২০২৩

আপডেট: ১৪:১২, ২৭ জুন ২০২৩

ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি 

ফাইল ছবি

এবার ঈদুলআজহায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। এই সিনেমার ফাস্ট লুক, টিজার, ট্রেলার সবকিছুই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং দর্শকরা সবকিছুই খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। 

প্রিয়তমা’ সিনেমার জন্য ইতোমধ্যে ১০০ সিনেমা হল চূড়ান্ত হয়েছে। পরিচালক হিমেল আশরাফ সোমবার  নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) শাকিব খানের ‘প্রিয়তমা’ প্রেক্ষাগৃহে আসছে । হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও দেখা যাবে এই ছবি। হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’।

হিমেল আশরাফ জানান, হাই রেন্টালে প্রতিটি হলে সিনেমা দিচ্ছেন তারা। কেবল তাদের পলিসিতে রাজি থাকলেই ছবি দেয়া হচ্ছে। তা ছাড়া উন্নত পরিবেশ বিবেচনায় সিনেমা দেয়া হচ্ছে। ঈদের আগের দিন চূড়ান্ত হললিস্ট দেয়া হবে।

চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়া মূল্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়। রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর) সহ বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে চলচ্চিত্রটি বুকিং করে।

পরিচালক হিমেল আশরাফ জানান, সিনেমা হল (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ) মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা