বলিউড অভিনেত্রী সোফি চৌধুরী
জন্ম ইংল্যান্ডের লন্ডনে। তবে ব্রিটিশ বংশোদ্ভূত এ অভিনেত্রী মূলত কাজ করেন ভারতীয় চলচ্চিত্রে। এমটিভি ইন্ডিয়া ভিজে এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত সোফি চৌধুরীকে বড় পর্দায় সেভাবে দেখা না গেলেও তিনি বিভিন্ন মাধ্যমে আলোচিত থাকেন।
এবার আলোচনায় তার বিলাসবহুল জীবনযাপন। বলিউডে নিয়মিত কাজ না করেও কীভাবে বিলাসী জীবনযাপন করেন সোফি চৌধুরী। এমন প্রশ্ন এখন মুখে মুখে। এ নিয়ে সমালোচনা তৈরি হতেই মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।
আরও পড়ুন<<>>ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান মাওলানা কাভি
সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে?
সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, ১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়।
অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অতটা আয় করেন না, যতটা আয় করেন সোফি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































