Apan Desh | আপন দেশ

‘কমেন্ট বক্সে নোংরা কথা বললেও একই শাস্তি হোক’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৪ নভেম্বর ২০২৫

‘কমেন্ট বক্সে নোংরা কথা বললেও একই শাস্তি হোক’

বলিউডের আলোচিত অভিনেত্রী হুমা কুরেশি

বলিউডের আলোচিত অভিনেত্রী হুমা কুরেশি। যিনি বাণিজ্যিক, শৈল্পিক ঘরানা-সব ধরনের সিনেমা–সিরিজে অভিনয় করেছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। চলচ্চিত্রে কাজ কমিয়ে বর্তমানে ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আছেন বলিউডের এ অভিনেত্রী। তবে এবার অন্য আলোচনা কুরেশি।

সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্যের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুখ খুললেন মহারানি খ্যাত এ অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের নিয়ে অশালীন মন্তব্য নতুন কিছু নয়। কিন্তু এবার রেগে আগুন এ বলিউড অভিনেত্রী। তারকাদের জীবনযাপন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের দাবি জানালেন হুমা কুরেশি। তার মতে, বাস্তবে নারীদের হয়রানি করলে যে শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করলেও একই শাস্তি হওয়া উচিত। 

হুমা কুরেশি তার বক্তব্যে বলেন, সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করতে বলেন। আবার পোস্ট করলে লেখেন, ‘এগুলো কী করছেন?’ এই দ্বিচারিতা যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজ করলে একই ধরনের শাস্তি হওয়া উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়।

আরও পড়ুন<<>>ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন সুনেরাহ

অভিনেত্রী আরও স্পষ্ট করেন, ‘দি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে তারও শাস্তি হওয়া উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই, নারীরা কী পোশাক পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ, বা রাতে কখন বাড়ি ফিরছেন— এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।

তার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বেশিরভাগ নারী এবং পুরুষ ব্যবহারকারীরাও। তাদের মতে, যেকোনো মাধ্যমে শ্লীলতাহানি বা হয়রানি অত্যন্ত নিন্দনীয় কাজ, তাই এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।

অভিনয় জীবনের দিক থেকে হুমা কুরেশির সময়টা বেশ ভালো যাচ্ছে। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ দুটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়