Apan Desh | আপন দেশ

সোশ্যাল মিডিয়ায় ঝড়ে ভাসছে এ আর রহমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১২ নভেম্বর ২০২৫

সোশ্যাল মিডিয়ায় ঝড়ে ভাসছে এ আর রহমান

ফাইল ছবি

বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে স্যোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় বইছে। নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশার-এর সঙ্গে নতুন একটি চলচ্চিত্রের গানে কাজ করতে গিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানি বাশার-এর সঙ্গে এ আর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে এ নিন্দার ঝড়।

জানা যায়, জাহ্নবী কাপুর ও রাম চরণ অভিনীত নতুন ছবি ‘পেদ্দি’ এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এ সুরকার। আর এ গানটির নৃত্য পরিচালনার (ডান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার।

কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এ আর রহমানের সঙ্গে ছবিটি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
 
ছবির ক্যাপশনে তিনি লেখেন, তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।

তবে এ ছবিটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে ‘মি টু’-তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কীভাবে কাজ করতে পারলেন? তার সে বিচক্ষণতা কোথায় গেল?

নেটিজেনদের অভিযোগের মূল কারণ হলো জানি বাশার-এর বিতর্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং পকসো আইনের আওতাতেও আনা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়