Apan Desh | আপন দেশ

ওই প্রযোজক অনেককে একই প্রস্তাব দিয়েছিলেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১১ নভেম্বর ২০২৫

ওই প্রযোজক অনেককে একই প্রস্তাব দিয়েছিলেন

রেণুকা সাহানে

বলিউডে ক্ষমতার দাপটে অভিনেত্রীদের সঙ্গে যৌন হয়রানির ঘটনা নতুন নয়। বিষয়গুলো নিয়ে অনেক অভিনেত্রী মুখ খুলেছেন। এবার বলিউড অভিনেত্রী রেণুকা সাহানে নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনার বর্ণনা দিলেন। তার দাবি, প্রযোজক তার বাড়িতে গিয়ে কু-প্রস্তাব দিয়েছেন। যদিও প্রযোজকের নাম বলেননি রেণুকা।

একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রেণুকা বলেন, একজন বিবাহিত প্রযোজক আমার বাড়িতে এসে কাজের প্রস্তাব দেন। কাজটা ছিল, আমাকে শাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে হবে। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু কাজের পারিশ্রমিক কী হবে, সেটা ছিল মারাত্মক বিষয়।

রেণুকার কথায়, উনি প্রস্তাব দেন, প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ তিনি আমাকে দেবেন, যেন আমি তার সঙ্গে একঘরে থাকি। তার এ কথা শুনে আমি ও আমার মা হতভম্ব হয়ে যাই। পরে জানতে পারি, ওই প্রযোজক আরও অনেককে একই প্রস্তাব দিয়েছিলেন।

অভিনেত্রীর ভাষ্য, বলিউডে অনেকের পক্ষে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করা সহজ হয়না। কারণ, ক্ষমতাশালীরা অভিনেত্রীদের পরিস্থিতি কঠিন করে তোলেন। তারা অন্যদের বলে দেন, ওকে কাজে নিও না। অনেকের কাজ বন্ধ হয়ে যায়, অনেকে আবার পাওনা টাকা পান না। এটা এক ধরনের ক্লাব, যারা মিলেমিশে অত্যাচার করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে রেণুকা বলেন, মি-টু আন্দোলনের পরে কিছুদিন পরিবর্তন এসেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা আবার কাজ পাচ্ছেন। মনে হয় কিছুই হয়নি। আর অভিযোগের পেছনে পুলিশি প্রমাণ না থাকলে অভিযোগকারীকে উল্টো প্রশ্নের মুখে পড়তে হয়।

প্রসঙ্গত, রেণুকার প্রথম বিয়ে ভাঙে অল্প সময়ের মধ্যে। মরাঠি নাট্যকার বিজয় কেনকরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি প্রেমে পড়েন অভিনেতা আশুতোষ রানার। ৩৫ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করেন রেণুকা। এখন দুই সন্তান নিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি।

২০২১ সালে মুক্তি পায় তার পরিচালিত হিন্দি সিনেমা ‘ত্রিভঙ্গ’। ছবিতে এক ভাঙা পরিবারের গল্প তুলে ধরেন তিনি। অনেকেই বলেন, সিনেমাটির গল্প অনেকাংশে পরিচালক রেণুকার নিজের জীবনের। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে ভিকি কৌশলের মায়ের ভূমিকায় দেখা যায় রেণুকাকে। তথ্যসূত্র: দ্য ওয়াল

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা