Apan Desh | আপন দেশ

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫১, ৩ নভেম্বর ২০২৫

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ 

ছবি: আপন দেশ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (০৩ নভেম্বর)। ৫২-তে পা রাখলেন জনপ্রিয় এ অভিনেত্রী। 

তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই। সময়টি তার কাটছে সুদূর যুক্তরাষ্ট্রে। মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী। 

গত দুই বছর ধরে দিনটি ঘটা করে উদযাপন করতে পারছেন না মন্তব্য করে অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে, আমি দেশে। এবারের জন্মদিনেও আমাদের পাশে নেই মৌসুমী। 

দূরে থাকলেও ফেসবুকে ভালোবাসা জানিয়ে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’ তবে দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।

আরও পড়ুন<<>>তুলশিখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি

জানা যায়, মৌসুমীর মা অসুস্থ। সেজন্য ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এ অভিনেত্রী। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার। 

আপন দেশ/এসআর

উল্লেখ্য, একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন প্রিয়দর্শিনী।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়