ছবি: আপন দেশ
ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের তুলশিখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধের দাবিতে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।
রোববার (০২ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাশিম মোল্লা এ চিঠি দেন। এসময় কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিতি ছিলেন।
এসময় রাশিম মোল্লা বলেন, কৃষকের কথা ভেবে সেতু দু’টির ইজারা বন্ধে সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়েছি। খুব শিগগিরই সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবরও চিঠি দেবো। এতেও কাজ না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবো।
সংগঠনটি কৃষকদের স্বার্থে টোল আদায় বন্ধের আহবান জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩০ বছর ধরে এই দু’টি সেতু থেকে টোল আদায় চলছে। যা কৃষক ও সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তুলশিখালীতে ধলেশ্বরী নদীর উপর এবং এর দেড় কিলোমিটার দূরে ইছামতি নদীর উপর মরিচা (মহাকবি কায়কোবাদ) সেতু নির্মিত হয়েছে। উদ্বোধনের দিন থেকেই শুরু হয় টোল আদায়।
যদিও সেতু দু’টি মুন্সীগঞ্জে অবস্থিত। তবে সবচেয়ে বেশি যাতায়াত করে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জের মানুষ। প্রতিদিন এই সড়কে প্রায় এক লাখ মানুষ চলাচল করে। স্থানীয়রা জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজে জড়িত। টোল, পরিবহন সংকট ও শ্রমিকের উচ্চমূল্যের কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। ফলে রাজধানীতে সবজির দামও বৃদ্ধি পায়।
আরও পড়ুন<<>>৬ মাসেই কোরআন মুখস্থ ৯ বছরের হাসানের
সেতু দু’টি টোলমুক্ত করার দাবিতে সামাজিক সংগঠনগুলো বহুবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কিন্তু টোল বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনের মুখে প্রশাসন টোল আদায় বন্ধ করতে বাধ্য হয়। নতুন করে টোল আদায়ের জন্য মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ আবারও ইজারা আহবান করে। মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম সেতু দু’টির ইজারা আহবানের বিষয়টি স্বীকার করেছেন।
এলাকার প্রায় সব সামাজিক সংগঠন স্থায়ীভাবে সেতু দু’টির টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































