Apan Desh | আপন দেশ

ছবি তোলার আবদারে রেগে গেলেন সোনম 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৩০, ২৫ অক্টোবর ২০২৫

ছবি তোলার আবদারে রেগে গেলেন সোনম 

বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া

খুব অল্প সময়ের মধ্যেই পরিচিতি পেয়ে গেছেন বলিউড অভিনেত্রী সোনম বাজওয়া। রোষের মুখে পড়তে হবে- এ ভয়ে চুম্বন দৃশ্য অভিনয়ের একাধিক বলিউড প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন পাঞ্জাবি অভিনেত্রী।

ক’দিন আগে মুক্তি পেয়েছেন এ নায়িকার রোমান্টিক ড্রামা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। যাতে হর্ষবর্ধন রানের বিপরীতে অভিনয় করেছেন সোনম বাজওয়ার। শুক্রবার (২৪ অক্টোবর) মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে; তারই কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।  

এদিন সকালে করিডোর ধরে বিমানবন্দরের ভেতরের দিকে এগোচ্ছিলেন অভিনেত্রী। ভাইরাল সে ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করতেই অভিনেত্রীকে দেখে শোরগোল শুরু করে ফটোগ্রাফাররা। আর সে সময় অভিনেত্রীকে ‘পোজ’ দেয়ার আবদার করে বসেন তারা।

আরও পড়ুন<<>>সমালোচনা নিয়ে মাথা ঘামান না দীঘি

এরপরই নিজের প্রতিক্রিয়া দেন সোনম, পেছন ফিরে খানিকটা বিরক্তের দৃষ্টিতে তাকান, এরপর খানিক চটে গিয়ে বলে ওঠেন, সকাল ৭টার সময় আপনাদের কী ছবি দেব আমি?’

যদিও সোনম মাস্ক থাকায় তার মুখের অভিব্যক্তি পুরোপুরি বোঝা যায়নি। তবে কণ্ঠস্বর থেকে বিরক্তি বোঝা যায়। এরপর পরিস্থিতি আর ঘোলাটে করেননি তিনি, হাত নাড়িয়ে ভেতরে চলে যান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়