Apan Desh | আপন দেশ

‘নারী প্রযোজকের সঙ্গে অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছিলাম’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

‘নারী প্রযোজকের সঙ্গে অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছিলাম’

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খান। পতৌদির নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন বলিউড ইন্ডাস্ট্রিতে সাইফের পথ মসৃণ ছিল। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। নব্বইয়ের দশকের প্রথম দিকে পতৌদির নবাব পুত্রকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন সাইফ আলী খান।

এ অভিনেতা জানান, তারকা সন্তান হওয়া সত্ত্বেও একটা সময় তাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ফলে এক নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবেও রাজি হতে হয়েছিল তাকে।

সাইফ আলি খান বলেন, যখন তার বয়স মাত্র ২১, তখন নিজের থেকে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।

আরওপড়ুন<<>>কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

পতৌদির নবাব পুত্র বলেন, সে কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। বিনিময়ে প্রতিবার টাকা নেয়ার সময় সে প্রযোজকের গালে ১০ বার চুমু খেতে হবে।

‘আর নারী প্রযোজকের প্রস্তাব মানতে বাধ্যও হয়েছিলাম। আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিয়েছিলেন তিনি। অথচ লোকে ভাবে— আমি আর্থিকভাবে ভাগ্যবান, আসলে তা নয়, জানান এ অভিনেতা।

উল্লেখ্য, সাইফ আলি খানের আগামী সিনেমা পরিচালক প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’-এ দেখা যাবে। এ সিনেমায় আরও আছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়