Apan Desh | আপন দেশ

ভাঙছে গোবিন্দর ৩৮ বছরের সংসার, জানা গেল কারণ

বিনোদন ডেস্ক    

প্রকাশিত: ২২:২৮, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:১৮, ২২ আগস্ট ২০২৫

ভাঙছে গোবিন্দর ৩৮ বছরের সংসার, জানা গেল কারণ

গোবিন্দ-সুনীতা। ছবি সংগৃহীত

বলিউড তারকা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা তাদের ৩৮ বছরের দাম্পত্য জীবনের বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। চলতি বছরের শুরুতে এ আবেদন করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছিলেন গোবিন্দ-সুনীতার পারিবারিক আইনজীবী। আদালতে দাখিল করা নথিতে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগ।

ফেব্রুয়ারিতেই শোনা যাচ্ছিল, গোবিন্দ ও সুনীতার সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন চলছে এবং দুজন আলাদা থাকছেন। সে সময় গোবিন্দর ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল নিশ্চিত করেছিলেন যে, সুনীতা সত্যিই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং দ্রুত এর নিষ্পত্তি হবে।

রিপোর্ট থেকে জানা যায়, চলতি বছরের জুন থেকে আদালতের নির্দেশে দম্পতি পরামর্শ সেশনে অংশ নেয়ার চেষ্টা করছেন। তবে যেখানে সুনীতা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন, সেখানে গোবিন্দ একাধিকবার অনুপস্থিত থেকেছেন। আদালত তাকে সমন পাঠালেও ব্যক্তিগতভাবে উপস্থিত হননি বলিউড তারকা।

আরওপড়ুন<<>>ফের বিয়ে পিঁড়িতে মালাইকা, বাবা হচ্ছেন আরবাজ!

অবশেষে গত মে মাসে কারণ দর্শানোর নোটিশ জারির পর হাজিরা দেন গোবিন্দ। এছাড়া আদালত নির্ধারিত ভার্চুয়াল কাউন্সেলিংয়ে তিনি অংশ নিয়েছেন কিনা, তা স্পষ্ট নয়।

এদিকে শোনা যাচ্ছে, বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন গোবিন্দ নাকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। এ বছরের শুরুতে সুনীতা একাধিক সাক্ষাৎকারে স্বামী-স্ত্রীর সম্পর্ক, পরকীয়া প্রসঙ্গ ও ভবিষ্যতে গোবিন্দকে আর বিয়ে করতে চান না বলে মন্তব্য করেছিলেন, তখনই তাদের বিচ্ছেদের জল্পনা জোরদার হয়।

তবে সে সময় গোবিন্দ দাবি করেছিলেন, ডিভোর্সের প্রশ্নই আসে না। কেবল ব্যবসায়িক আলোচনা চলছে, আমি আমার নতুন ছবি শুরু করার প্রস্তুতিতে আছি।

উল্লেখ্য, গোবিন্দ-সুনীতা দম্পতির দুটি সন্তান রয়েছে, ছেলে যশবর্ধন ও মেয়ে টিনা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়