Apan Desh | আপন দেশ

ফের বিয়ে পিঁড়িতে মালাইকা, বাবা হচ্ছেন আরবাজ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ১৭ আগস্ট ২০২৫

ফের বিয়ে পিঁড়িতে মালাইকা, বাবা হচ্ছেন আরবাজ!

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। কিন্তু এখনও তাদের খানের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। এখনও এ জুটির অতীত খুঁড়ে বার করতে সক্রিয় অনেকে। সাক্ষাৎকারে মালাইকাকে এখনও প্রশ্ন করা হয় কেন এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এত বছরে দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন।

দ্বিতীয় বার বিয়ে করেছেন আরবাজ় খান। ফের বাবা হতে চলেছেন। তবে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি মালাইকা। মাঝে কিছু দিন অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সে সম্পর্ক ভেঙেছে অনেক দিন।

তবে নতুন খবর হলো- দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার চিন্তা করছেন মালাইকা। আপাতত এ খবরে সরগরম বলিপাড়া। আবার বিয়ে করবেন কি না, সে কথা স্পষ্ট না করলেও প্রেম, সম্পর্কের ওপর তার অগাধ আস্থা রয়েছে। সে কথা জানিয়েছেন এ অভিনেত্রী।

আরওপড়ুন<<>>মুক্তির আগেই বিতর্কে জাহ্নবীর ‘পরম সুন্দরী’

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা বলেন, কেউই চায় না নিজেদের কোনো সম্পর্ক শেষ করে দিতে। আমিও চাইনি বিয়ে ভাঙতে। কিন্তু সব সম্পর্কের ভবিষ্যৎ যে সুখের হবে তা নয়। কিন্তু সেজন্য ভালবাসার ওপর আমার আস্থা হারায়নি। অতীতে আরবাজ়ের সঙ্গে সম্পর্ককে ভুল তকমা দিতে রাজি নই আমি।

মালাইকার এমন মন্তব্যের পরেই অনেকের প্রশ্ন, তবে কি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন এ অভিনেত্রী? যদিও উত্তর পাওয়া যায়নি। অর্জুনের সঙ্গে প্রেম ভাঙার পর জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে মালাইকা অরোরার জীবনে। হঠাৎ বাবার মৃত্যুও নাড়িয়ে দিয়েছিল গোটা পরিবারকে। ছেলেও এখন অনেকটা বড়। ছেলে, বোন অমৃতা অরোরা এবং বন্ধুদের নিয়ে গোটা জগৎ মালাইকার।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়