Apan Desh | আপন দেশ

‘পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি’ 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১৪ জুলাই ২০২৫

‘পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি’ 

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। এছাড়া একসময় রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন জনপ্রিয় এ শিল্পী। বিএনপির হয়ে রাজনীতি করেন তিনি।  বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে দল থেকে পদত্যাগ করেছেন মনির খান।

এ অবস্থায় হঠাৎ করেই গত কয়েক দিন ধরে মিথ্য তথ্য ছড়ানো হচ্ছে যে, দল থেকে পদত্যাগ করেছেন মনির খান! যা একদম অসত্য বলে জানালেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।

সোমবার (১৪ জুলাই) দুপুরে মনির খান বলেন, কে, কারা বা এক অসাধু চক্র যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দাবি করছে যে, আমি নাকি দল থেকে সরে এসেছি! যা একদমই ভুল তথ্য। ২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমার শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের কাছে ভুল তথ্য পৌঁছানো হচ্ছে। এটি কখনোই কাম্য নয়।

আরওপড়ুন<<>>আমিই হব নাকি পরবর্তী টার্গেট— প্রশ্ন বাঁধনের

এ সংগীতশিল্পী জানান, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যা বিভিন্ন সময় বলে এসেছেন। ক্যারিয়ারের সেরা সময়ে রাজনীতিতে সরব থেকেছেন। সে ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মনির খান বলেন, অভিমান করে ২০১৮ সালে দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে আসি আমি। তখন পদ থেকে সরে এসেছি, কিন্তু দল ছাড়িনি। দলের কঠিন সময়েও সক্রিয় ভূমিকা পালন করেছি। দল ছাড়ার তো প্রশ্নই আসে না। আমি বিএনপিতে ছিলাম, আছি। আমাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বিগত ১০ বছর ধরে এলাকার সব কিছু গুছিয়ে এনেছি আমি। এলাকার দলীয় থেকে সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে। যাদের দোয়া ও ভালোবাসয় সারা বিশ্বর কাছে আজ আমি আজকের এ মনির খান।

আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন ‘অঞ্জনা’ খ্যাত এ সংগীতশিল্পী। তিনি বলেন, এলাকার মানুষের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এখন দল যদি চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করলে অবশ্যই জনগণের সেবার উদ্দেশ্যে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করব। আর সব ভক্ত-শুভাকাঙ্খীদের বলব, কোনো গুজবে যেন কেউ কান না দেয়।

উল্লেখ্য, বর্তমানে এ শিল্পী নিয়মিত গান রেকর্ডিং ও দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মনির খান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়