Apan Desh | আপন দেশ

আমি পাঁচ বছরের মধ্যে মা হতে চাই, জায়েদ খানকে তিশা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪২, ৫ জুলাই ২০২৫

আমি পাঁচ বছরের মধ্যে মা হতে চাই, জায়েদ খানকে তিশা

তানজিন তিশা ও জায়েদ খান।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টকশো শুরু করেছে। এর নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। সেখানেই প্রথম অতিথি হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ খান। আর সেখানে যেয়ে তিশা জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি।

টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন—পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?— তিশা অকপটে জবাব দিয়ে বলেন, আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।

আরও পড়ুন>>>‘শেফালির হার্ডওয়্যার ভালো থাকলেও সফটওয়্যারে সমস্যা ছিল’

তিশা আরও বলেন, দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।

অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে—যার উত্তরও মজার ছলে দেন এই অভিনেতা।

উল্লেখ্য, ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান।

জানা গেছে, প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডায় বসবেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়