
সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান। তবে বলিউড ভাইজান নামেই বেশি পিরচিতি তিনি। ৫৯ বছর বয়সী সুপারস্টার সালমান খান এখনও সিঙ্গেল। যেখানে তার সমবয়সী সহকর্মীদের মধ্যে প্রায় বিয়ে করে সংসার করছেন। কেউ কেউ আবার নাতি-নাতনি মানুষ করছেন। সালমান খানের বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা। কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।
তবে জনপ্রিয় এ বলিউড সুপারস্টারের বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন ভাইজান নিজেই। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে সালমান খানেক বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।
বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এ বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই। শুধুমাত্র এ কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।
আরওপড়ুন<<>>আবারও দীপিকা নিয়ে ফিরছেন শাহরুখ খান
ভাইজান মজা করে আরও বলেন, আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এতো বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।
উল্লেখ্য, বলিউড নায়িকা ও সাবেক বিশ্ব সুন্দীর ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনো সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই শোনা যাচ্ছে। তবে এ সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে শঙ্কা রয়েই গেছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।