Apan Desh | আপন দেশ

ইবিতে ইকসু গঠনের দাবিতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর ইকসু’

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩২, ২৫ আগস্ট ২০২৫

ইবিতে ইকসু গঠনের দাবিতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর ইকসু’

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর ইকসু’ শিরোনামে একটি মিছিল করেছে। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে তারা একত্রিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে দেখা করেন।

এ সময় উপাচার্য ছাড়াও সভাকক্ষে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাবেক সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক খান, ইকসু গঠন আন্দোলনের বোরহান উদ্দিন, রাকিবুল ইসলাম, সাজ্জাতুল্লাহ শেখ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতাবৃন্দ।

আরও পড়ুন>>>ইবিতে রিকশা-ভ্যান চালকদের রেইনকোট বিতরণ

উপচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। তিনি জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের জন্য পুরোনো আইন রয়েছে। কিন্তু ইবির ক্ষেত্রে এমন কোনো আইন নেই। তাই ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়াটি একটু জটিল। ছাত্র সংসদের বাজেট ও অন্যান্য কার্যক্রমের জন্য একটি আইনি কাঠামো থাকা দরকার। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।

উপাচার্য ইকসু গঠনের একটি সম্ভাব্য রোডম্যাপ দিয়েছেন। তিনি জানান, শিক্ষকদের ও ছাত্রদের নিয়ে একটি প্রতিনিধি দল গঠন করা হবে। এ দল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র নিয়ে গবেষণা করবে ও ইবির জন্য একটি নতুন গঠনতন্ত্র তৈরি করবে। এরপর সে গঠনতন্ত্রটি সিন্ডিকেট থেকে অনুমোদন নিতে হবে। সিন্ডিকেট থেকে অনুমোদনের পর সেটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এ পাঠানো হবে। ইউজিসি-এর অনুমোদনের পর এটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ের অনুমতি পেলে ইবিতে ছাত্র সংসদ আইন পাস হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়