Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল বারিক

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৩, ২৫ আগস্ট ২০২৫

রাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল বারিক

ছবি: আপন দেশ

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে লড়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবদুল বারিক। 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আবদুল বারিক বলেন, রাকসু শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। রাকসু নিষ্ক্রিয় থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় ভুগছে। এর মধ্যে রয়েছে আবাসন সংকট, লাইব্রেরির সীমিত সুবিধা, ক্যাম্পাসের অবকাঠামোগত সমস্যা ও খাবারের মান। এ সমস্যাগুলো সমাধানে শিক্ষার্থীদের কথা গুরুত্ব পাচ্ছে না।

আরও পড়ুন>>>ভোটার তালিকায় ছাত্রলীগের নাম বাতিলের দাবি

তিনি আরও বলেন, রাকসু সচল হলে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে এসব সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা যাবে। এতে ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে।

আবদুল বারিক বলেন, রাকসুকে কোনো রাজনৈতিক শক্তির প্রভাবমুক্ত হতে হবে। এটি সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। রাকসু যেন শুধুমাত্র নেতা নির্বাচনের আয়োজন না হয়। বরং এটি যেন একটি গণমুখী ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে কাজ করে।

চব্বিশের গণআন্দোলনকে সম্মান জানিয়ে তিনি তার নির্বাচনী ইশতেহার ২৪ দফায় ঘোষণা করেন। এতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি রয়েছে। এর মধ্যে রয়েছে- অ্যাকাডেমিক খাতে, সেশনজট নিরসন, পরীক্ষার রুটিন শিক্ষার্থীবান্ধব করা, লাইব্রেরি আধুনিকীকরণ ও ২৪ ঘণ্টা খোলা রাখা, অনলাইন রিসার্চ রিসোর্স বৃদ্ধি। অধিকার ও কল্যাণে হলের আসন সংকট নিরসন, নিরাপদ ক্যাম্পাস গঠন ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা সেল, উন্নত চিকিৎসা সেবা, সাশ্রয়ী ও মানসম্মত খাবারের ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের কল্যাণ, গণতান্ত্রিক চর্চা ও অ্যাকাডেমিক পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়