Apan Desh | আপন দেশ

ত্রিশেই ১২ হাজার কোটি টাকার মালিক লিপা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ২১:০২, ২৩ আগস্ট ২০২৫

ত্রিশেই ১২ হাজার কোটি টাকার মালিক লিপা

ডুয়া লিপা। ছবি সংগৃহীত

মাত্র ৩০ বছর বয়সেই নিজের আয়ে ১২ হাজার কোটি টাকার মালিক বনে গেছেন ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা। শুক্রবার (২২ আগস্ট) নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন তিনি। ‘লেভিটেটিং’, ‘হটার দ্যান হেল’, ‘প্রিজনার’-এর মতো বেশ কিছু জনপ্রিয় গানের এ শিল্পী যে শরণার্থী পরিবারের সন্তান, তা আজ আর কারও মনে নেই। কারণ কণ্ঠ দিয়ে সবার মনে এখন জায়গা করে নিয়েছেন তিনি। শুধু কি তাই! অভিনেত্রী হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা। ২০২৩ সাল কাঁপানো ‘বার্বি’ সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় দেখা গেছে লিপাকে। সে থেকে শুরু। তারপর ‘আজেল’ সিনেমায়।

কৈশোরে সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে সংগীত ও অভিনয়ের প্রশিক্ষণ নেন ডুয়া লিপা। পড়াশোনার পাশাপাশি করেছেন ওয়েট্রেস ও মডেলিং। ইউটিউব ও সাউন্ডক্লাউডে নিজের গান ও কাভার গান প্রকাশ করতেন। ২০১৩ সালে একজন এজেন্টের সঙ্গে চুক্তি এবং পরে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ শুরু করেন এ তারকা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লিপাকে।

২০১৫ সালে বের হয় প্রথম মৌলিক গান ‘নিউ লাভ’ ও ‘বি দ্য ওয়ান’। ২০১৭ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ডুয়া লিপা’। অ্যালবামটির ‘নিউ রুলস’ ও ‘আইডিজিএএফ’-এর মতো গানগুলো তাকে এনে দেয় খ্যাতি। সে অ্যালবামের জন্যই সংগীতের সর্বোচ্চ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসে হন ‘বেস্ট নিউ আর্টিস্ট’।

আরওপড়ুন<<>>নীল সমুদ্রের তীরে ভিন্ন লুকে টয়া

২০২০ সালের অ্যালবাম ‘ফিউচার নস্টালজিয়া’ এ পপতারকাকে এনে দেয় আরও খ্যাতি, সঙ্গে কাড়ি কাড়ি টাকা। ‘ডোন্ট স্টার্ট নাও’ ও ‘লেভিটেটিং’ গানগুলো এ অ্যালবামেরই। সেরা পপ ভোকাল হিসেবে এবার গ্র্যামি এবং সেরা ব্রিটিশ অ্যালবামের পুরস্কার বিআরআইটি অ্যাওয়ার্ড পান লিপা।

ব্রিটিশ এ পপতারকার হাতে এখন তৃতীয় অ্যালবামের কাজ। ‘র‌্যাডিক্যাল অপটিমিজম’ নামের ওই অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে সংগীতসফর শুরু করেছেন তিনি। উড়ে উড়ে গেয়ে শোনাচ্ছেন নতুন অ্যালবামের গানগুলো। এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে কনসার্ট শেষ হলে বেরুবে অ্যালবাম।

এরই মধ্যে বিপুল টাকার মালিক হয়ে গেছেন এ তরুণী। দ্য সানডে টাইমস প্রকাশিত ‘ফোরটি আন্ডার ফোরটি রিছ লিস্ট’-এ তিনি আছেন ৩৪ নম্বরে। তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা।

উল্লেখ্য, তিন দশক আগে ১৯৮৮ সালে কসোভোতে যুদ্ধ শুরু হলে সেখানে আটকা পড়েন লিপার বাবা-মা। এরপর ১৯৯২ সালে শরণার্থী হিসেবে আশ্রয় নেন যুক্তরাজ্যে। এর পর ১৯৯৫ সালে জন্ম নেন ডুয়া লিপা। গান দিয়ে অল্প বয়সেই পেয়েছেন তারকা খ্যাতি। শুধু তাই নয়, গড়েছেন সম্পদের পাহাড়ও।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়