
ছবি: আপন দেশ
চট্টগ্রামের বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ রেস্তোরাঁর ওপরে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তেই সেখানে জনতা ভিড় করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।
আরওপড়ুন<<>>খুলনায় ট্রাকের ধাক্কায় ৩ জনের প্রাণহানি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৩০ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের দিন দুর্বৃত্তরা মদের বারটি লুটপাট করে। পরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর সংস্কার করে পুনরায় চালু করা হয় বারটি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।