Apan Desh | আপন দেশ

অবশেষে পটুয়াখালীর জেলা প্রশাসক বদলি

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ২২:২৭, ২৫ আগস্ট ২০২৫

অবশেষে পটুয়াখালীর জেলা প্রশাসক বদলি

ফাইল ছবি

অবশেষে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলেও তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। তার কিছু কাজের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন>>>আমরা দুর্নীতিতে নিমজ্জিত জাতি: উপদেষ্টা শারমীন

গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর প্রকাশ্য জনসভায় তার বদলি দাবি করেন। গত জুন মাসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে তার প্রত্যাহার চেয়েছিল। তবে একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠন তখন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে নির্দোষ ও স্বচ্ছ দাবি করে তার পক্ষে মানববন্ধন করেছিল।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ঋমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোট ৬ জেলার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর জেলা প্রশাসককে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন ডিসি হিসেবে এসেছেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এছাড়াও কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনার জেলা প্রশাসকদেরও বদলি করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়