Apan Desh | আপন দেশ

আসামির পোশাক পরে ‘দাগি’ দেখল ভক্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:১৩, ২০ এপ্রিল ২০২৫

আসামির পোশাক পরে ‘দাগি’ দেখল ভক্তরা

ছবি: সংগৃহীত

ভক্ত মানেই আবেগ, ভালোবাসা আর পাগলামি। এর ব্যতিক্রম নন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ভক্তরা। এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘দাগি’ সিনেমা। ছবিতে আরফান নিশো একজন কয়েদি।

ছবি মুক্তির আগে সংবাদ সম্মেলনে কয়েদির পোশাক পরে এসেছিলেন জনপ্রিয় এ অভিনেতা। এবার নিশোর ভক্তরা তাকে অনুকরণ করে কয়েদির পোশাক পরে ছবিটি দেখলেন। ভক্তরা রীতিমতো মিছিল নিয়ে সিনেমা হলে আসেন ছিবিটি দেখার জন্য।

জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে শতাধিক নিশো ভক্ত ‘দাগি’ দেখতে আসেন। এর আগে তারা ‘দাগি’র ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’স্লোগানে র‍্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন। এ সময় তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা সেই পোশাক।

আরওপড়ুন<<>>স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে রাস্তায় নেমেছিলেন বাঁধন

এদিকে, ভক্তদের এমন কাণ্ডে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দেখা করেন ‘দাগি’ সিনেমার অনেকে।

বিষয়টি নিয়ে সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তরা এমন কাণ্ড করবে ভাবিনি। শনিবার আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে ভক্তদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়া সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে, এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়