Apan Desh | আপন দেশ

শীতে প্রেমিক না থাকার আক্ষেপ শ্রীলেখার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১২ ডিসেম্বর ২০২৪

শীতে প্রেমিক না থাকার আক্ষেপ শ্রীলেখার

ফাইল ছবি

বরাবরই তার মনের কথা বিন্দুমাত্র রাখঢাক না রেখে প্রকাশ করতে পছন্দ করেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শীতের আগমনে এক ফেসবুক পোস্টে বেশ মজা করে জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে তার আক্ষেপ।

অভিনেত্রী লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল!’ এরপর নিজের পোস্টে একটি কৌতুকপূর্ণ মন্তব্য যোগ করেন তিনি, ‘বলি এ বেঞ্চমার্ক এত হাই কেন আমার?’

এখানে শ্রীলেখা আসলে মজা করেই তার একক জীবনের ছোট্ট আক্ষেপটি জানিয়েছেন। শীতের জামা-কাপড় পরার জন্যই, সেগুলো ঠিকমতো পরে বাইরে যেতে না পারা। যে কারণে তার জ্যাকেট, টুপি ও স্কার্টগুলো যেন কাঁদছে—এমনটা বোঝাতে চেয়েছেন তিনি।

‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে’—এ মজার লেখার মাধ্যমে অভিনেত্রী আরও একবার তার অনন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

পূর্বে অভিনেত্রী শ্রীলেখা মিত্র মেয়ে ঐশীর (অথবা মাইয়া) জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পোস্টও করেছিলেন। সেখানে তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে ছোট্ট ঐশীকে দেখতে পাওয়া যায়। মেয়ে ঐশীকে শুভেচ্ছা জানিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে। আমাদের এ ছোট্ট ইউনিটটা বাইরের ঝড়ঝাপটা সামলে বহাল আছে ও থাকবে। আশীর্বাদ করবেন।’

উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্য ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ করেন। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়