Apan Desh | আপন দেশ

রোজা-ঈদ মিলিয়ে এক মাসের বেশি বন্ধ থাকবে মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ২৮ ডিসেম্বর ২০২৫

রোজা-ঈদ মিলিয়ে এক মাসের বেশি বন্ধ থাকবে মাদ্রাসা

ফাইল ছবি

রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে ২০২৬ সালে দেশের মাদ্রাসাগুলোতে টানা এক মাসের বেশি সময় পাঠদান বন্ধ থাকবে। 

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ৭০ দিনের বাৎসরিক ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রমজান মাস, একুশে ফেব্রুয়ারি, জুমাতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত সাপ্তাহিক বন্ধসহ দীর্ঘ অবকাশ রাখা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতর ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। 

তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসায় ছুটি শুরু হবে। এ ছুটির মধ্যে রয়েছে রোজা, একুশে ফেব্রুয়ারি, জুমাতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটি। এসব ছুটি শেষে আগামী ২৭ মার্চ মাদরাসা খুলবে। সাপ্তাহিক বন্ধসহ এ সময়ে মোট এক মাস ১০ দিনের দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন>>>‌‘বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে এনসিপি’

ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মাদরাসায় উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ১৫ দিন। দুর্গাপূজার জন্য তিন দিনের ছুটি রাখা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশসহ অন্যান্য ছুটি মিলিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন।

এদিকে প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাদরাসাগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন থেকে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। দাখিল পর্যায়ের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১২ নভেম্বর থেকে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়