Apan Desh | আপন দেশ

এমবিবিএস-বিডিএসে ভর্তি শুরু ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৫

এমবিবিএস-বিডিএসে ভর্তি শুরু ৩০ ডিসেম্বর

ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। এটি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর যোগ করে মেধা স্কোর নির্ধারণ করা হয়। ওই স্কোরের ভিত্তিতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন<<>>লাল কাফনের প্রতীকী লাশ রেখে ইবিতে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণ ফল সংশ্লিষ্ট আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে নির্বাচিতদের সনদ ও প্রমাণক যাচাইয়ের জন্য আগামী ১৮ ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার নেয়া হবে। যাচাই-বাছাইয়ে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে মনোনয়ন বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে অধিদফতর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়