Apan Desh | আপন দেশ

৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ৬ নভেম্বর ২০২৫

৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ

ফাইল ছবি

একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিলপূর্বক ৪৪তম বিসিএসের সম্পূরক, সমন্বিত ও ফলাফল প্রকাশিত হয়েছে। এতে এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৮১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া সাত হাজার ৫৪৯ উত্তীর্ণ প্রার্থীর তালিকাও প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ ফলাফল প্রকাশ করেছে।

একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য বিসিএস বিধিমালা সংশোধন করে গত ২৮ অক্টোবর গেজেট প্রকাশ করে সরকার। এ সংশোধনীর ফলে ৪৪তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশের বাধা কেটে যায়।

আরও পড়ুন<<>>রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

পিএসসি জানায়, মূলত একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করা হয়।

২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়। 

কিন্তু এ বিসিএসে প্রায় চারশ রিপিট ক্যাডার (আগের বিসিএসেও একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) হয়। এতে পদগুলো শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারের তথ্য নিয়ে পুনরায় ফল প্রকাশের উদ্যোগ নেয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা