Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি শিবির-ছাত্রদল, উত্তেজনা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:২৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি শিবির-ছাত্রদল, উত্তেজনা

ছবি: আপন দেশ

আগামী ২৫ সেপ্টেম্বরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে রাবি শাখা শিবির ও ছাত্রদল। একপক্ষ ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাইছে, অন্যপক্ষ একে প্রহসনের নির্বাচন বলছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে দুইপক্ষই রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। সন্ধ্যার পর থেকে সেখানে একপক্ষ রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই চেয়ে স্লোগান দিচ্ছে। অন্যপক্ষ স্লোগান দিচ্ছে- 'প্রহসনের নির্বাচন মানি না, মানব না'। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে, রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে নির্বাচন কমিশনের সভা চলছে। রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা বাতিলের পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন করা সম্ভব কি না সে বিষয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। সে কারণেই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সবাই অপেক্ষা করছেন।

আরওপড়ুন<<>>সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ইবির দুই শিক্ষার্থীর

এ সময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, তারা ২৫ সেপ্টেম্বরই নির্বাচন চান। তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেছেন, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বাড়ি চলে যাওয়ায় তিনি চান নির্বাচন হোক পূজার ছুটির পরে। কমপ্লিট শাটডাউনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে চারটি প্যানেলের স্বতন্ত্র প্রার্থীরাও।

এ অবস্থায় আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। বিকেলে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের রাবি শাখার সভাপতি পরিচয়ে অধ্যাপক ড. জে এ এম সকলউর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রেস ব্রিফিং করে জানান, আসন্ন রাকসু নির্বাচনে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। পুরো শিক্ষক কমিউনিটি এ নির্বাচনে সহায়তা করবে বলেও তারা আশা প্রকাশ করেন। তারা জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।

তবে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শাটডাউন ঘোষণা করা বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, শাটডাউনের মধ্যে নির্বাচনের সহযোগিতার বিষয়ে তারা কিছু জানেন না। তাদের কর্মসূচি বলবৎ রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়