Apan Desh | আপন দেশ

ইবির নবীনবরণ অনুষ্ঠানে থাকবেন ফায়েজ-সলিমুল্লাহ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইবির নবীনবরণ অনুষ্ঠানে থাকবেন ফায়েজ-সলিমুল্লাহ

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ অনুষ্ঠান হতে যাচ্ছে।

নবীনবরণ অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, সম্মানীত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। এ ছাড়া দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেশার্স রিসিপশন আয়োজক কমিটি সাংবাদিক ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে। পরে কমিটির আহবায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এসব তথ্য জানান।

আরও পড়ুন<<>>রাকসু নির্বাচন: ১৭ কেন্দ্রে ৯৯০ বুথে ভোটগ্রহণ 

জানা যায়, প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষ ও বিজ্ঞানভুক্ত তিন অনুষদের নবীন। ২১ সেপ্টেম্বর রোববার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কলা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে।

এতে ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে। নবীনদের বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’, শিক্ষাসামগ্রী ফাইল ও কলম প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

ফ্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, আমাদের আয়োজন সম্পন্ন, আমরা চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেব। অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনদের সহযোগিতা দরকার। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে ১টি সেন্ট্রাল কমিটির অধীনে ৬টি উপকমিটি গঠন করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়