Apan Desh | আপন দেশ

নোমানী হত্যার বিচার দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

নোমানী হত্যার বিচার দাবিতে ইবিতে মানববন্ধন

ছবি : আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি। রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিন ইয়ামিন সিফাত ও সাধারণ সম্পাদক মো. শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

শামীম বলেন, আজ আমিনুল হক নোমানীকে শুধুমাত্র হত্যা করা হয় নাই বরং এ দেশের শিক্ষিত আলেম সমাজের উপরে হামলা করা হয়েছে। ০৫ আগস্টের পরে দেশে যেরকম অরাজকতা শুরু হয়েছে সেখানে দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। ইন্টারিমের কোন ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না। এদেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ছাত্র, শিক্ষক, শ্রমিক, কর্মজীবী এমনকি সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরওপড়ুন<<>>রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

তিনি আরো বলেন, আজকে সাংবাদিক ভাইদের জীবন হুমকির মুখে। আমরা যারা চলাফেলা করছি সমাজে, যারা ইসলামী রাজনীতির কথা বলছে, দ্বীনের কথা, হকের কথা বলছে তাদের নৃশংস ভাবে হত্যা করা হচ্ছে। ভোলা জেলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক সবাইকে আহবান করতে চাই আপনারা আমিনুল হক নোমানী সাহেবের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত কেউ পিছুপা হবেন না। বিচার পরিপূর্ণভাবে আদায় করে তারপর মাঠ ছাড়বেন নতুবা আজ নোমানী সাহেবকে হত্যা করা হয়েছে কাল আমাকে, পরশু আপনাকেও হত্যা করা হতে পারে।

উল্লেখ্য, আমিনুল হক নোমানী ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চরনোয়াবাদ এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে রাত ১০টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়