Apan Desh | আপন দেশ

ইবির ল’ অ্যাওয়ারনেস সোসাইটির সচেতনতামূলক ক্যাম্পেইন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০১, ২৯ আগস্ট ২০২৫

ইবির ল’ অ্যাওয়ারনেস সোসাইটির সচেতনতামূলক ক্যাম্পেইন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে আইন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আইন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার ওয়াহিদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিশুক শাহরিয়ার, নাজমুল ইসলাম আরাফাত, এম ই এইচ শান্ত, মো. ওসমান গণি, নাঈমা মোজাম্মেল প্রকৃতি, অপু মিয়া ও আশিকুর রহমান আশিক ছাড়াও সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক তামান্না ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>>প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল 

আলোচনায় বক্তাগণ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। তারা আইন ভঙ্গের উদাহরণ, শাস্তির বিধান, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। কর্মসূচির শেষাংশে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি তুহিন বাবু বলেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে আইনী সচেতনতা সৃষ্টি করে তাদের মানবিক ও ন্যায়পরায়ণ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে উঠুক।

উল্লেখ্য, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি তরুণ-তরুণীদের মাঝে আইন সচেতনতা বিস্তারে কাজ করছে। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আইন সচেতনতা, মূল্যবোধ ও আত্মিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা