
ছবি: আপন দেশ
শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।
জাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে সোমবার (১৮ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তফসিল অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা থাকলেও শিক্ষার্থীসহ কিছু ছাত্র সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর দাবি জানান। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।
আরওপড়ুন<<>>৯ দফা দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু
নতুন সময়সূচি অনুযায়ী, ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তবে বুধবার (২০ আগস্ট) আখেরি চাহার সোম্বার জন্য বিশ্ববিদ্যালয় সব কার্যক্রম বন্ধ থাকবে। এদিন মনোনয়ন ফরম সংগ্রহ জমা দেয়া যাবে না। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।
উল্লেখ্য, সোমবার মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে ১৩২টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।