
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৭-৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ আগস্ট) সকালে কোস্টার বাসটি সদর উপজেলার এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা যায়, শিক্ষকবাহী কোস্টার বাসটি সকাল ১০টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি ১১ মাইলের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।
আরওপড়ুন<<>>রাকসুতে নির্বাচন করার বৈধতা চেয়ে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। আর কোস্টার চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ কাজ শুরু করেছে। দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের কোস্টারটি গ্যারেজে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে মামলাও করতে পারবেন, মীমাংসাও করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেব।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।