Apan Desh | আপন দেশ

নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, বেরোবি অধ্যাপক বরখাস্ত

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:১১, ৪ আগস্ট ২০২৫

নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, বেরোবি অধ্যাপক বরখাস্ত

ছবি: আপন দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে রোববার (০৩ আগস্ট) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরওপড়ুন<<>>সাজিদ হত্যার বিচার দাবিতে ফের উত্তাল ইবি

এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যত বড় ব্যক্তিই হোন না কেন, যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পান সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ এবং গ্রুপে শিক্ষক রশীদুল ইসলাম ওভুক্তভোগী ছাত্রীর মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। ভুক্তভোগী তার নাম-পরিচয় গোপন করে এসব স্ক্রিনশট প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে নিজের আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দীর্ঘ একটি স্ট্যাটাস লেখেন। পরে সেটি বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১৭ এপ্রিল অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে নম্বর টেম্পারিং এবং হুমকি দেয়ার বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ জমা দেন ভূক্তভোগী ছাত্রী।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়