
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, রক্তের বিনিময়ে সবসময় পরিবর্তন সাধিত হয়। এ রক্ত দিতে হলে জাতিকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত হতে হয়। ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট রেজিম উৎপাটিত করা যেত না। এজন্য যেকোনো অন্যায়কে সমূলে উৎপাটনের জন্য ঐক্যের প্রয়োজন।
জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে ‘ছাত্র শিক্ষক সংহতি’ দিবস উপলক্ষে রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইবি ভিসি বলেন, আমাদের জাতি যে-দেশ পেয়েছে, সে দেশ আর পেছনে ফিরে যাবে না। সে দেশ আর ফ্যাসিস্ট হবে না, বৈষম্যমূলক হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদেরকে নিবেদিত করতে হবে। তা না-হলে শহীদের রক্তের ঋণ পরিশোধ হবে না।
শিক্ষার্থীদের আহবান জানিয়ে তিনি বলেন, যে মুক্তি আমরা পেয়েছি, তা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদেরকেও ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশগ্রহণ করতে হবে। শহীদ পরিবারদের যেন আমরা ভুলে না যাই। জুলাই স্পিরিট যেন ভুলে না যাই।
আরওপড়ুন<<>>১২ দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ
বক্তব্যের শুরুতে ইবি ভিসি জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন। আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক তার আত্মার মাগফিরাত কামনা করেন ভিসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহবায়ক প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া-ঝিনাইদহের শহীদ পরিবারের সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রেফতার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের উপহার এবং গ্রেফতার শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।