Apan Desh | আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের নাম সংস্কার 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৩৭, ১৫ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের নাম সংস্কার 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম সংস্কার করে 'ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ' নামকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় সোমবার (১৪ জুলাই) এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ফোকলোর বিভাগের নাম সংস্কার করে 'ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ' করা হয়েছে।

এর আগে, গত মাস থেকে বিভাগের নাম সংস্কারের দাবিতে আন্দোলন করছেন ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। চাকরি ক্ষেত্রে নিজস্ব ফিল্ডে অগ্রাধিকার পেতেই নাম সংস্কার চান তারা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়