Apan Desh | আপন দেশ

বেরোবি শিক্ষক মাহমুদুল হকের মুক্তি চাইলেন রাবি শিক্ষকরা

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:০৭, ২১ জুন ২০২৫

বেরোবি শিক্ষক মাহমুদুল হকের মুক্তি চাইলেন রাবি শিক্ষকরা

বেরোবি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হকের দ্রুত মুক্তি দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা।

শনিবার (২১) জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ ও মুক্তি দাবি করেন তারা। 

বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ মাহমুদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। কিন্তু মোহাম্মদ মাহমুদুল হককে একটি যেভাবে হত্যা মামলায় অভিযুক্ত করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাতে আমরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। পাশাপাশি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

আরওপড়ুন<<>>বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন রাবি ছাত্রের

এতে আরও বলা হয়, যে প্রক্রিয়ায় মাহমুদুল হককে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে, তা কোনোভাবেই আমাদের কাছে স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, গত বছরের ০২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে মুদিদোকানি ছমেস উদ্দিনের মৃত্যু হয়। গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি, সেদিন ছমেস উদ্দিন পুলিশের ভয়ে পালানোর চেষ্টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। 

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী আবু সাইদের হত্যার পর তিনিই ছিলেন প্রথম শিক্ষক, যিনি পুলিশের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যোগদান করে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি এবং দেশে বিভিন্ন ইস্যুতে সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হক সরব ছিলেন।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হকের গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, গবেষক ও উন্নয়নকর্মীসহ বিভিন্ন পেশার নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়