Apan Desh | আপন দেশ

সাম্য হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ১৮ মে ২০২৫

সাম্য হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

শাহরিয়ার আলম সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

রোববার (১৮ মে) রাতে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এরইমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগে কাজ চলছে। গুরুত্বসহকারে দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরওপড়ুন<<>>সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এদিকে, আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্য হত্যার তদন্তভার ডিবিতে হস্তান্তরের আশ্বাস দেন।
 
ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ইতোমধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। তারা হলেন: তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম বুধবার (১৪ মে) শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়