Apan Desh | আপন দেশ

ফের বাড়লো মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ৭ ডিসেম্বর ২০২৫

ফের বাড়লো মূল্যস্ফীতি

ফাইল ছবি

কয়েক মাস ধরে ওঠানামার মধ্যে আছে দেশের মূল্যস্ফীতি। তবে নভেম্বর মাসে তা কিছুটা বেড়েছে। যদিও মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরেই ঘোরাফেরা করছে।

রোববার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত নভেম্বর মাসের মূল্যস্ফীতির চিত্রে এ তথ্য জানা গেছে।

বিবিএসের হিসাব অনুসারে, অক্টোবর মাসে মূল্যস্ফীতি কমলেও নভেম্বরে তা আবার বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। অক্টোবর মাসে তা ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক শূন্য ৮ শতাংশ।

আরও পড়ুন>>>শিক্ষাভবন মোড়ে মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

বিবিএস বলছে, তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া গত টানা দুই মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।
  
প্রসঙ্গত, গত দুই থেকে তিন বছর ধরে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনবিআরও তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যে শুল্ক-কর কমিয়ে দেয়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়