Apan Desh | আপন দেশ

দেশে পেঁয়াজের কোন সংকট নেই: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২৬ নভেম্বর ২০২৫

দেশে পেঁয়াজের কোন সংকট নেই: কৃষি উপদেষ্টা

ছবি : আপন দেশ

দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে যে কারনে আর দাম বাড়ারও সম্ভাবনা নেই। তবে কিছু কুচক্রী ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য আদালতে রিট পর্যন্ত করেছে। এবার সারও কৃষক ন্যায্য মূল্যে পাবে। 

কৃষি উপদেষ্টা বলেন, আগামী দুই এক সপ্তাহের মধ্যে বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে এ দাম আরো কমে আসবে। কিছু ব্যবসায়ী বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার লক্ষ্যে বাজার অস্থিতিশীল করে রাখে। পেঁয়াজের দাম আর বাড়ার কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি। 
 
আলুর চাষে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আলুর  জন্য কোল্ড স্টোরেজ খালি করার কথা বলেছি। যাতে নতুন আলু ওঠা না পর্যন্ত এ আলু সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন<<>> সরবরাহ বাড়লেও দাম কমেনি শীতকালীন সবজির

বোরো ফসলের মত এবার আমন ধানের ফলন ভালো হয়েছে এবং ৫০ ভাগ ফসল কাটা শেষ হয়েছে বলে জানান উপদেষ্টা। সার নিয়েও কথা বলেন কৃষি উপদেষ্টা। তিনি বলেন, সারের মজুত পর্যাপ্ত পরিমাণ আছে। কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে, সে ক্ষেত্রেও যদি কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায় তাহলে সেসব কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরো বলেন, যে সকল জেলায় সারের ডিলার নেই, কেবলমাত্র সে সব জেলাতেই ডিলার নিয়োগ দেয়া হবে। তবে যে সকল ডিলারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের লাইসেন্স বাতিল করারও হুশিয়ারি দেন কৃষি উপদেষ্টা। 

সরকারের বিভিন্ন খাত ও প্রকল্পে  দুর্নীতির তথ্য পেলে তা জানাতে এবং  তুলে ধরতে সাংবাদিকদের  প্রতি অনুরোধ জানান। বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি কমানোর চেষ্টা করা হচ্ছে।

বাজারের শীতের সবজি উঠে গেছে উঠে করে বলেন, বাজারে শাক সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়