Apan Desh | আপন দেশ

আপত্তিকর ভিডিও প্রকাশ, বিএফআইইউ প্রধানকে সরিয়ে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপত্তিকর ভিডিও প্রকাশ, বিএফআইইউ প্রধানকে সরিয়ে দিল সরকার

ফাইল ছবি

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর) তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আফছানা বিলকিস সাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, এএফএম শাহীনুল ইসলামের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ–৭ অনুযায়ী বিএফআইইউ–এর প্রধান কর্মকর্তার পদে চুক্তিভিক্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 আরও পড়ুন<<>> দুদকের মামলায় মোরশেদ আলম শ্যোন অ্যারেস্ট, অধরা জসিমরা

এএফএম শাহীনুল ইসলামের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি চার সদস্যের এ কমিটি গঠন করে। চলতি বছরের ৯ জানুয়ারি নিয়োগ পাওয়ার প্রায় সাড়ে সাত মাসের মাথায় শাহীনুল ইসলামের বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠিত হয়।

আরও পড়ুন<<>> সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছিল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে। যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (তথ্যপ্রযুক্তি) মো. মতিউর রহমান। ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম সম্পর্কে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয় কমিটিকে। কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধানের পদ থেকে সড়িয়ে দেয়া হলো বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়