
এ কে এম শাহনেওয়াজ
ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি (চলতি দায়িত্ব) করা হয়েছে অতিরিক্ত এমডি এ কে এম শাহনেওয়াজকে। সোমবার (১৮ গস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) মডি পদ থেকে সরে দাড়ান শেখ মোহাম্মদ মারুফ। আওয়ামীপন্থি এ এমডিকে নিয়ে পরিচালনা পর্ষদে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে স্বউদ্যোগে পদত্যাগ করেন শেখ মারুফ।
একনজরে এ কে এম শাহনেওয়াজ
২০১৩ সালে ঢাকা ব্যাংকে এসইভিপি হিসেবে যোগদান করেন তিনি। চট্টগ্রামে ঢাকা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকায় লোকাল অফিস শাখার ব্যবস্থাপকও ছিলেন।সর্বশেষ পদোন্নতির আগে ২০১৮ সালের জুলাই থেকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকে দায়িত্ব পালন করেন এ কে এম শাহনেওয়াজ ।
আরও পড়ুন<<>> সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়
শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব-বাংলাদেশ ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময় ঢাকা ব্যাংকে যোগদানের পূর্বে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়াতে ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে সুদীর্ঘ সময় কর্মরত ছিলেন।
আরও পড়ুন<<>>শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত শাহনেওয়াজ গত ৩৫ বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন। তিনি দেশে ও বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যবসায় প্রশাসনে শিক্ষাগত যোগ্যতা এবং সুদীর্ঘ ব্যাংকিং পেশার অভিজ্ঞতার আলোকে তার অবদান ঢাকা ব্যাংক পিএলসিকে সাফল্য ও শ্রেষ্ঠত্বের নতুন উচ্চতায় নিয়ে যাবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।